পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুঞ্জৰী । আবার সাজাতে হরে আভরণে মানসপ্রতিমাগুলি ? কল্পনাপটে নেশার বরনে বুলাব রসের তুলি ? বিবাগি মনের ভাবনা ফাগুন-প্রাতে উড়ে চলে যাবে উংস্থক বেদনাতে, কলগুঞ্জিত মৌমাছিদের সাথে দেখো না কি, হায়, বেলা চলে যায়,— সারা হয়ে এল দিন । বাজে পূরবীর ছন্দে রবির শেষ রাগিণীর বীন । এতদিন হেথা ছিন্তু আমি পরবাসী, হারিয়ে ফেলেছি সেদিনের সেই বাশি, আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসি গানহারা উদাসীন । কেন অবেলায় ডেকেছ খেলায়, সারা হয়ে এল দিন । এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ-অন্ধকারে ?