পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূরবী লীলাসঙ্গিনী দুয়ার-বাহিরে যেমনি চাহি রে মনে হল যেন চিনি,— কবে, নিরুপমা, ওগো প্রিয়তমা, ছিলে লীলাসঙ্গিনী ? কাজে ফেলে মোরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে ? ডাকিলে আবার কবেকার চেনা স্বরে— বাজাইলে কিঙ্কিণী । বিস্মরণের গোধূলিক্ষণের আলোতে তোমারে চিনি । এলোচুলে বহে এনেছ কী মোহে সেদিনের পরিমল ? বকুলগন্ধে আনে বসন্ত কবেকার সম্বল ? চৈত্র-হাওয়ায় উতলা কুঞ্জমাঝে চারু চরণের ছায়ামঞ্জীর বাজে, সেদিনের তুমি এলে এদিনের সাজে ওগো চিরচঞ্চল । অঞ্চল হতে ঝরে বায়ুস্রোতে সেদিনের পরিমল । মনে আছে সে কি সব কাজ, সখী, ভুলায়েছ বারে বারে। বন্ধ দুয়ার খুলেছ আমার । কঙ্কণ-বাংকারে ।