পাতা:রবীন্দ্র-রচনাবলী (একবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী 8סט এইখানে বলে রাখা ভালো এই প্রবন্ধে ব্যবহৃত উদাহরণগুলিতে প্রত্যেক ভাগে তাল দিলে ছন্দের পার্থক্য ধরা সহজ হয় । উপরের ছন্দে ৩+৩+৩-এর লয় ৷ নীচের ছন্দে ৩+ ২ + ৪-এর লয় । , আসন | দিলে। অনাহূতে, ভাষণ | দিলে । বীণতানে, বুঝি গো | তুমি । মেঘদূতে | পাঠায়ে | ছিলে । মোর পানে । বাদল রাতি এল যবে - বসিয়াছিহ একা একা, গভীর গুরু গুরু রবে কী ছবি মনে দিল দেখা । পথের কথা পুবে হাওয়া কহিল মোরে থেকে থেকে ; উদাস হয়ে চলে যাওয়া, খ্যাপামি সেই রোধিবে কে । আমার তুমি অচেনা যে সে কথা নাহি মানে ছিয়া, তোমারে কবে মনোমাঝে জেনেছি আমি না জানিয়া ফুলের ডালি কোলে দিহ, . বসিয়াছিলে একাকিনী, তখনি ডেকে বলেছিকু, তোমারে চিনি, ওগো চিনি । マ汁 *てエ 8十o十ペー বলেছিন্ন | বসিতে | কাছে, দেবে কিছু | ছিল না। আশা, দেব ব’লে | যেজন । যাচে বুঝিলে না। তাহারো ভাষা । শুকতারা চাদের সাথি বলে, “প্রভূ, বেসেছি ভালো,