পাতা:রবীন্দ্র-রচনাবলী (একবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SbrR রবীন্দ্র-রচনাবলী স্থমিত্রা। খুলে দাও, খুলে দাও, সমস্ত দ্বার খুলে দাও, আসবার দ্বার এবং যাবার দ্বার। যাও যাও ভার্গব, তাকে আমন্ত্রণ করে আনে । ভার্গব । তার প্রতিজ্ঞ, দেবতার কাছ থেকে তিনি তোমাকে কেড়ে নিয়ে যাবেন। আমি এ মন্দিরের পুরোহিত, আমার কর্তব্য করতে হবে তো । স্বমিত্ৰা । তোমার কর্তব্যই করে । দেবতার পথ রোধ কোরো না— যে পথ দিয়ে রাজার সৈন্ত আসবে সেই পথ দিয়েই আমার দেবতা আমাকে উদ্ধার করতে আসবেন । যাও তুমি এখনই, মন্দিরের সিংহদ্বার খুলে দাও । [ ভার্গবের প্রস্থান দেবদত্ত। তা হলে শংকর তুমি থাকে, মহারানীর দূত হয়ে আমিই তাকে আহবান করে অগনি । [ প্রস্থান শংকর। দিদি, রাজগৃহ থেকে সেবার তোমাকে ওরা কেড়ে নিয়ে গেল, এবার কি দেবালয় থেকে তোমাকে কেড়ে নিতে দেবে। এও কি আমরা চুপ করে সহ্য করব । o সুমিত্রা । ভয় নেই শংকর । আজ আমাকে নেবার সাধ্য কণর আছে। শংকর । তবে বলো, তোমার কী সংকল্প । স্বমিত্র। রুত্রের কাছে বহুদিন পূর্বে আত্মনিবেদন করেছিলুম। ব্যাঘাত ঘটেছিল, সংসার আমাকে অশুচি করেছে। তপস্তা করেছি, আমার দেহমন শুদ্ধ হয়েছে। আজ আমার সেই অনেকদিনের সংকল্প সম্পূর্ণ হবে। তার পরমতেজে আমার তেজ মিলিয়ে দেব । শংকর। আমার মোহ দূর হোক স্বমিত্র, মোহ দূর হোক। তোমাকে যেন নিবৃত্ত না করি । [ শংকরের প্রস্থান সুমিত্রা । বিপাশা ! ' o বিপাশার প্রবেশ বিপাশা ৷ বলে দেবি । স্বমিত্রা । আমার অগ্নিশষ্য অনেকদিন থেকেই প্রস্তুত হচ্ছে, তুমি দেখেছ বহুদুঃখের সেই আয়োজন। আজ সময় হয়েছে, আনন্দ করে, জলুক শিখা, বিলম্ব কোরো না । বিপাশা। যে আদেশ দেবি । [ পায়ের কাছে মাথা রেখে পড়ে রইল স্বমিত্র। ও বিপাশা, এবার আমার শেষ পূজা করি। অর্ঘ্য প্রস্তুত আছে ? বিপাশা ৷ আছে, দেবী ।