পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী হোথ পড়া-মুখস্থের একঘেয়ে অপ্রান্ত আওয়াজে দেখাশোনা আনাগোনা গতির হিল্লোলে রাস্তার এপারে আমি নিঃশব্দ দুপুরে । জীবনের তথ্য ষত ফেলে রেখে দূরে জীবনের তত্ত্ব যত খুজি নিঃসঙ্গ মনের সঙ্গে যুঝি, সারাদিন চলেছে সন্ধান দুরূহের ব্যর্থ সমাধান । মনের ধূসর কূলে - প্রাণের জোয়ার মোরে একদিন দিয়ে গেছে তুলে। চারি দিকে তীক্ষু আলো ঝকঝক করে রিক্তরস উদ্দীপ্ত প্রহরে । ভাবি এই কথা— ওইখানে ঘনীভূত জনতার বিচিত্র তুচ্ছতা এলোমেলো আঘাতে সংঘাতে নানা শব্দ নানা রূপ জাগিয়ে তুলিছে দিনরাতে। কিছু তার টেকে নাকে দীর্ঘকাল, মাটিগড়া মৃদঙ্গের তাল । ছন্দটারে তায় । বদল করিছে বারংবার । তারি ধাক্কা পেয়ে মন ।