পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংপু X o छून, > )○ゲ

i f t } তখনো চলিবে খেলা নাই যার যুক্তি— বার বার ঢাকা দেওয়া, বার বার মুক্তি। তখনো এ বিধাতার মুনার ভ্রাস্তি— উদাসীন এ আকাশে এ মোহন কাস্তি । ইটেশন সকাল বিকাল ইস্টেশনে আসি, চেয়ে চেয়ে দেখতে ভালোবাসি । ব্যস্ত হয়ে ওরা টিকিট কেনে, ভাটির ট্রেনে কেউ-বা চড়ে কেউ-বাউজান ট্রেনে । সকাল থেকে কেউ-বা থাকে বসে, কেউ-ব গাড়ি ফেল করে তার শেষ-মিনিটের দোষে । দিনরাত গড়গড়, ঘড়ঘড়, গাড়িভরা মানুষের ছোটে ঝড় । ঘন ঘন গতি তার ঘুরবে কন্তু পশ্চিমে, কভু পূর্বে। চলচ্ছবির এই-যে মূর্তিখানি মনেতে দেয় আনি নিত্য-মেলার নিত্য-ভোলার ভাষা – কেবল যাওয়া-আসা | মঞ্চতলে দণ্ডে পলে ভিড় জমা হয় কত— רסא