পাতা:আলোকিত সমাবেশ.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতিমা বিসজনের পর প্রতিমা বিসর্জন হয়ে গেছে শেষ রাতে । অন্তিম যাত্রাও ভেঙ্গে গেছে বাছিরা ঘরমুখী | নিঃসঙ্গ পূজা মঞ্চে প্রদীপের আলো | ক্ষীণ হয়ে আসে এখনো একা বসে কী করছে মহাকাল ? চালচিত্র কী ডুবে গেছে ? হয়ত বা | যায়নি এখনো ডুবে ! এ জন্মের চালচিত্র দেবতার ছবিগুলো আবছা হলেও | সেখানে হাজার ছবি অগণিত মামুষের | এখনো স্পষ্ট যেন প্রতিমা ডুবে গেলে । চালচিত্রের হাজার ছবি | একে একে ভেসে ওঠে জলের ওপর— ওই দ্যাখে। বাংলাদেশ | ওই দ্যাখে। খুনী কলকাতা | ওই দ্যাখে। দ্বিতীয় হাওড়া ব্রীজের পরিকল্পনা | সব ছবি | একে একে ভেসে যায় ছবি কি এখানেই শেষ ? এখনো অনেক বাকি | এগিয়ে-পিছিয়ে খেলা | অনেক নতুন শুরু | অথবা | শেষ থেকে শুরু আসলে অনেক ছবি— প্রিয়তম স্মৃতি | বিশ্বাসহননের ব্যথা | সম্রাটের মৃঢ়তা— ক্রমশঃ বিবর্ণ হয়ে যায় | সূর্য পতনের দিনে প্রতিমা ডুবে গেলে চালচিত্রে | মানুষের ইতিহাস | বঙ্কিম হয়ে ভেসে ওঠে চতুদিকে । 8 br আলোকিত সমাবেশ