পাতা:আলোকিত সমাবেশ.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রয়োজনে—অনিচ্ছায় ভিক্ষুকের ভিক্ষাপাত্র ভেঙে চুরে চুরমার ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি কিন্তু সেতো সহজ ব্যাপার । , আপাততঃ প্রয়োজন সময়ে সময় রেখে শরীর মাপার জলপাত্র দূরে রেখে অনায়াসে স্বাত হতে পারি। প্রশান্ত হৃদয় নিয়ে কচি কলাপাত, শিরীষ গাছের ছায়া, মান চন্দ্রালোক সব কিছু ছেড়ে দিয়ে—পার হয়ে ভূলোক হ্যলোক অনায়াসে চলে যেতে পারি, পৃথিবী আমার কাছে সর্ব্বদাই ঋত। ঋতুমতী যুবতীরা একে একে পার হয়ে গেলে সম্ভোগের বাতিঘর বেবাক নিভিয়ে— নিঃশব্দ শাত রাতে ভিজে হাতে জানালাটা খুলে আশচর্য আবেগ নিয়ে কথা বলি চিবিয়ে চিবিয়ে ! আজকাল, প্রয়োজনে সবকিছু এইভাবে সয়ে নিতে পারি। বেদনায় ইদানীং সামান্য সময় নিতান্তই অনিচ্ছায় ব্যয় করে নারী । ૭. આ আলোকিত সমাবেশ