পাতা:আলোকিত সমাবেশ.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থহীন স্বীকারোক্তি অক্ষম বালক ঘাড়গু জে ঘরে ফিরে আসে । ঘাসে ঘাসে দোল খায় অগণিত মানুষের মুখ শরণার্থী শিবির থেকে অতি দ্রুত নির্বাসিত স্থখ– অবশ্যই ফিরে যায় অনিবার্য রমনার মাঠে । এ রকম খেলা চলে রাত্রিদিন জাহাজে মাস্তুলে ঢেউ গুনে তুলে যায় রমণীয় জাতীয় পতাকা । জলে, স্থলে, অন্তরীক্ষে, কপোতাক্ষ তীরে মাইকেল-মঞ্জিল কিম্বা পুরোনো মিছিলে আঁকা থাকে সার সার মানবিক কৌতুহল বোধ । শোধ করে দিয়ে যাই আজন্মের জমানো বেদন । নিপুণ বেশু্যার মতো স্বাভাবিক সপ্রতিভতায় এক হাতে ভিক্ষাপাত্র—অদ্য হাতে মদের গেল।াস আন্তরিক দুঃখ নিয়ে অক্ষম বালক বাধ্য হয়ে ফিরে আসে কৈশোরের স্মৃতিময় নীড়ে— যদিও জানাই আছে সংবাদ-ভাষ্যের কাছে এ সমস্ত অতি অর্থহীন । গৌতম মজুমদারের কবিতা ૨ જે