পাতা:আলোকিত সমাবেশ.pdf/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শঙ্কর মজুমদার শঙ্কর মজুমদার – কবি ও শিল্পী । তার কাছে তার অ কা ছবির ভাষা আর লেখার ভাষা এক । শব্দের সঙ্গে রূপকে জড়িয়ে নিয়ে বাক্য রচনা করেছেন তিনি । তাই সে ভাষা এত ছন্দোময় । এত নিটোল জীবস্ত । তবে কী ছবিতে, কী লেখায় ‘অরিজিন্তাল কিছু কাজ বা বক্তব্য রাখতে ভালো বাসন ! আর ছবির চেয়ে হয়ত কবিতায় তা আরো দ্রুত বলতে পারেন বলে তিনি মনে করেন । কবিতা লিখছেন অনেকদিন । এম, এ, পড়ার সময় একটি বইও লিখেছিলেন । নিজের কবিতা প্রকাশ সম্পর্কে তার মত : “বাইরের জুনিয়ায় যা চলমান তার মধ্যে cruelty যতই থাকুক, কিছু কিছু মজা ও আছে । শব্দের পর শব্দ সাজিয়ে ওই সব মজা বা আমোদগুলোকে গেথে ফেললে বেশ আরাম পাওয়া যায়।” ইংরাজী প্রবন্ধ রচনায় ও ভালো হাত আছে । বিশেষত: চলচ্চিত্র-শিল্প প্রসঙ্গে । ]