পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কে শুনিতে চাও মোর চিরপ্রবাসের এই ৰাশি– চেনার সীমানা হতে দূরে যার গান কক্ষচু্যত তারা চিররান্ত্রি আকাশেতে খুজিছে কিনারা। এ বঁাশি দিবে সে-মন্ত্র যে-মন্ত্রের গুণে আজি এ ফাঙ্কনে কুস্থমিত অরণ্যের গভীর রহস্তখানি তোমার সর্বাঙ্গে মনে দিবে আনি স্বাক্টর প্রথম গৃঢ়বাণী । যেই বাণী অনাদির সুচিরবাঞ্ছিত তারায় তারায় শূন্তে হল রোমাঞ্চিত, রূপেরে আনিল ডাকি অরূপের অসীমেতে জ্যোতিঃসীমা অঁাকি । উদয়ন । শাস্তিনিকেতন २२ कांग्लन, s७8७ কর্ণধার ওগো আমার প্রাণের কর্ণধার, দিকে দিকে ঢেউ জাগালো লীলার পারাবার । আলোক-ছায়া চমকিছে ক্ষণেক আগে ক্ষণেক পিছে, আমার আঁধার ঘাটে ভাসায় নৌকা পূর্ণিমার । ওগো কর্ণধার । ডাইনে র্যায়ে স্বস্ব লাগে সত্যের মিথ্যার