পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

כאן 8 ל পূরবী দেখেছিন্থ স্বন্দরের অস্তলীন হাসির রঙ্গিমা, দেখেছিছু লজ্জিতের পুলকের কুষ্ঠিত ভঙ্গিম, w রূপ-তরঙ্গিমা । সেদিনের পানপাত্র, আজ তার ঘুচালে পূর্ণতা ? মুছিলে, চুম্বনরাগে চিহ্নিত বঙ্কিম রেখা-লতা t রক্তিম-অঙ্কনে ? অগীত সংগীতধার, অশ্রুর সঞ্চয়ভার অযত্নে লুষ্ঠিত সে কি ভগ্নভাওে তোমার অঙ্গনে ? তোমার তাণ্ডব নৃত্যে চূর্ণ চূর্ণ হয়েছে সে ধূলি ? নিঃস্ব কালবৈশাখীর নিঃশ্বাসে কি উঠিছে আকুলি লুপ্ত দিনগুলি ? নহে মহে, আছে তারা ; নিয়েছ তাদের সংহরিয়া নিগুঢ় ধ্যানের রাত্রে, নিঃশব্দের মাঝে সম্বরিয়া রাখ সংগোপনে । তোমার জটায় হারা গঙ্গণ আজ শাস্তধারা, তোমার ললাটে চন্দ্র গুপ্ত আজি স্বপ্তির বন্ধনে । আবার কী লীলাচ্ছলে অকিঞ্চন সেজেছ বাহিরে। অন্ধকারে নিঃস্বনিছে যত দূরে দিগন্তে চাহি রে— “নাহি রে, নাহি রে ।” কালের রাখাল তুমি, সন্ধ্যায় তোমার শিঙা বাজে, দিন-ধেন্থ ফিরে আসে স্তন্ধ তব গোষ্ঠগৃহমাঝে, উৎকণ্ঠিত বেগে । নির্জন প্রান্তরতলে । আলেয়ার অালো জলে, . বিস্থাৎ-বছির সর্প হানে কণা যুগান্ডের মেঘে । ॐe