পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,o لر է : বক্ষ মোর এড়ায়ে সে বাবে শূন্ততলে, ". যেখানে উক্ষার আলো জলে ক্ষণিক বর্ষণে অশুভ দর্শনে । বেজে ওঠে ভক্ষা, শঙ্কা শহরায় নিশীথগগনে— হে নিৰ্দয়া, কী সংকেত বিচ্ছুরিল খলিত কক্ষণে । শান্তিনিকেতন ] ২১ জান্সয়ারি, ১৯৪৯ জ্যোতির্বাস্প হে বন্ধু, সবার চেয়ে চিনি তোমাকেই এ কথায় পূর্ণ সত্য নেই। চিনি আমি সংসারের শত সহস্রেরে কাজের বা অকাজের ঘেরে নির্দিষ্ট সীমায় যারা স্পষ্ট হয়ে জাগে, প্রত্যহের ব্যবহারে লাগে, দান যাহা তাহ নাহি পাই । অনপ্তের সমুদ্রমন্থনে । গভীর রহস্ত হতে তুমি এলে আমার জীবনে । উঠিয়াছ অতলের অস্পষ্টতাখানি আপনার চারি দিকে টানি । নীহারিকা রহে যথা কেঙ্গে তার নক্ষত্রেরে ঘেরি, জ্যোতির্ময় বাষ্প-মাঝে মূৰিন্দু তারাটিরে হেরি । তোমা-মাঝে শিল্পী তার রেখে গেছে তর্জনীর মান, I l সব নহে জানা ।