পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, “ 妲 o k \ | l * i. i. { i '. f 3 # যদি এ মাটিতে চলিতে চলিতে এ মাটি লভিত্ত প্রাণ, একদা গোপনে ফিরে পেতে তারে অমৃত ফলে । শান্তিনিকেতন ] ১৩ জানুয়ারি, ১৯৪৭ নতুন রঙ এ ধূসর জীবনের গোধূলি, ক্ষীণ তার উদাসীন স্মৃতি, মুছে-আসা সেই মান ছবিতে রঙ দেয় গুঞ্জনগীতি । ফাগুনের চম্পকপরাগে সেই রঙ জাগে, ঘুমভাঙা কোকিলের কুজনে সেই রঙ লাগে, সেই রঙ পিয়ালের ছায়াতে ঢেলে দেয় পূর্ণিমাতিৰি। এই ছবি ভৈরবী-আলাপে দোলে মোর কম্পিত বক্ষে, সেই ছবি সেতারের প্রলাপে মরীচিকা এনে দেয় চক্ষে, বুকের লালিম-রঙে রাঙানো সেই ছবি স্বপ্নের অতিথি । [ শাভিনিকেতন ] . . . . . . . ১৩ জানুয়ারি, ১৯৪০ ጳቁ