পাতা:রবীন্দ্র-রচনাবলী (একবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী وامSb মহাবায়ুতে আমার প্রাণবায়ু এবং এই শরীর ভস্মে মিলিত হোক । ওঁ, আপন কর্তব্য স্মরণ করো, আপন কৃতকার্ষ স্মরণ করে ॥ হে অগ্নি, আমাদিগকে স্বপথে লইয়া যাও। হে দেব, তুমি আমাদের সকল কার্ব জান, তুমি আমাদের সমস্ত কুটিল পাপকে বিনাশ করে । তোমাকে আমরা বারংবার নমস্কার করি। ৪ । অদ্যা দেব উদিত সূর্যস্ত নিরংহল: পিপৃত নিরবদ্যাৎ । —ঋগ বেদ لا لاهند )tوی م অন্ত স্বর্ষের উদিত উজ্জল কিরণসমূহ পাপ হইতে, নিন্দনীয় কর্ম হইতে, আমাদিগকে উদ্ধার করিয়া পালন করুন। ৫ । পৃথিবী শাস্তিরস্তরিক্ষং শাস্তির্দ্যেীঃ শান্তিঃ। শাস্তি: শান্তি: শান্তিঃ ॥ —অথর্ববেদ ১৯, ৯, ১৪ পৃথিবীলোক শাস্তি আনয়ন করুক। অন্তরীক্ষলোক শাস্তি আনয়ন করুক । দু্যলোক শাস্তি আনয়ন করুক ।