পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেওটিনি সমুদ্রপৃষ্ঠ হইতে ৫৩০ ফিটু উচ্চ। এই বিস্তীর্ণ অধিত্যকাংশ সীমান্তদেশের স্থানে স্থানে পৰ্ব্বতশৃঙ্গগুলি উন্নত থাকায় पूत रहेड এক একটী সামান্ত পৰ্ব্বত বলিয়া ভ্রম হয়। এই প্রায়-সমতল ভূভাগের চতুর্দিকৃষ্ণ ভূমি অধিত্যকার স্থায় দেখাইলেও স্থানে স্থানে উচ্চতা ও নিম্নতাবশতঃ অপূৰ্ব্ব শোভাধারণ করিয়াছে। এখানকার জলবায়ু অতি স্বাস্থ্যকর। এখানে প্রায়ই মানুষের বাস নাই। বাসোপযোগী গহবরাদিতে এবং প্রশস্ত ভূমিতে অসংখ্য হস্তী স্বচ্ছদে ভ্রমণ করিয়া থাকে। নেউর, ছোটনাগপুরের অন্তর্গত চাঙ্গভকার রাজ্যের মধ্য দিয়া প্রবাহিত একটী নদী। কোরেয়া রাজ্যের ব্যবধানে যে পৰ্ব্বত আছে, তথা হইতে উৎপন্ন হইয়৷ উত্তরপূর্বাভিমুখে চলিয়া গিয়াছে । নেউল (দেশজ ) নকুল, বেজী । [ নকুল দেখ। ] নেউল (স্ত্রী) হটযোগভেদ। ইহার পাঠান্তর নেড়লী এইরূপ দেখিতে পাওয়া যায়। রুদ্রযামলে ইহার বিষয় এই রূপ লিখিত আছে— “নেউলীযোগমাত্রেণ আসনে নেউলোপমঃ । নেউলীসাধনাদেব চিরজীবী নিরাময়ঃ ॥ তৎকায়ণং প্রবক্ষ্যামি সাবধানালধারয় । ভূক্ত মুদ্রগাস্লপক্ষঞ্চ বারৈকং প্রতিচালয়েৎ “(রুদ্রযামল) ধোঁতী যোগ শেষ হইলে তাছার পর এই নেউলী যোগ করিতে হইয়ে, ইহাতে প্রথমে মুগান্নপক ভোজন করিয়া মিজোদর ক্ষালন করিতে হইবে হটযোগে ইহার বিশেষ বিবরণ লিখিত আছে। নেউলবিশি, উড়িষ্যবিভাগের কটকদেলার অন্তর্গত একটা পরগণা। ভূমির পরিমাণ ৩৯৪ বর্গমাইল । এখানে বোধঙ্গ ও নয়াপাড়া নামে দুইখানি বিশিষ্ট গ্রাম আছে। নেও (পায়সী ) ১ নিয় । ২ হতাশ । ৩ নিয়ম। ৪ ভিত্তি। t সমাজ । নেওল (আরবী) ১ গালপোরা জিনিস। ২ এক টুকুর জিনিস। ও কামানের গোলার মত পাটের বা নেকড়ার লুড়ি। মেওটিনি, অযোধ্য প্রদেশের উনাও (ওনাও) জেলার একটা নগর। মোহন নগরের দুই মাইল দক্ষিণপশ্চিমে সাই নদীর ফুলে অৰস্থিত। এক সময়ে দীক্ষিত উপাধিধারী রাজা রায়, মৃগয়ায় আসিয়া, এই স্থানের স্বাভাবিক সৌন্দর্ঘ্যে মোহিত হইয়া যান এবং বন কাটাইয়া নেওটিনি নগর স্থাপন করেন। এই নগরের এক স্থানে প্রাচীন রাজগণের দুর্গ ছিল । বৰ্ত্তমান , अक्ष्क्ॉिगैौब्र भैौश् ब्रांमक शांनरक ठेहांब्र क्ष्बरमांक्श्वय वृजिग्रा নির্দেশ করিয়া থাকেন। সেই সময় হইতে রাজ অপর [ 08- ) নেকড়ে রাষ পর্যন্ত দীক্ষিতবংশীয় নরপতিগণ এই স্থানে রাজস্ব করিয়াছিলেন। অবশেষে গজনীপতি মাহ্মদের সেনাপতি মীরণ মহম্মদ ও জহীর-উদ্দীন ভারত আক্রমণে আসিয়া, ইহাকে রাজ্য হইতে দূরীভূত করিয়া, আপনার রাজ্যভার গ্রহণ করেন। এই মুসলমানদ্বয়ের বংশধর অদ্যাপি এই নগরে বাস করিতেছে, এই নগরের দিন দিন উন্নতি দেখা যাইতেছে। এখানে নানা প্রকার শাকসবজী ও গাছগাছড়া প্রভৃতির বিস্তৃত চাপ আছে । নেওধুরী, ইহার অপর নাম রঙ্গ-বিদ। উত্তরপশ্চিমপ্রদেশের কুমায়ুন জেলার অন্তর্গত একটা গিরিপথ। অক্ষা” ৩০° ২৯% উঃ এবং দ্রাঘি, ৮০° ৩৭ পূঃ । এখান হইতে ধৌলানী প্রবাহিত। এই সঙ্কট অতিক্রম করিয়া উত্তরাভিমুখে যাইলে হণদেশ অথবা তিব্বতের দক্ষিণপশ্চিম প্রদেশে পৌছান যায়। এখানে বহুসংখ্যক ভূটিয়ার বাস আছে, উহারা ধৰ্ম্মনগর হইতে এই স্থানে ছাগল ও ভেড়া পুষ্ঠে করিয়া ধান্তগমাদিশস্ত, বনত, তুলা, লৌহনিৰ্ম্মিত তৈজসাদি ও অন্যান্য দ্রব্য বাণিজার্থ লইয়া আইসে এবং তৎপরিবর্তে লবণ, স্বর্ণচূর্ণ, সোহাগ ও পশমাদি লইয়া যায়। সমুদ্রপৃষ্ঠ হইতে এই স্থান ১৫০ • • ফিট উচ্চ। নেং (দেশজ ) পদ, অক্তি, চরণ। নেংচান ( দেশজ ) খপ্পগতি, খোড়ান। নেংট ( দেশজ ) উলঙ্গ, বিবস্ত্র, দিগম্বর । ংট ( দেশজ ) উলঙ্গ, বস্ত্রহীন । নেংটিয়া ( দেশজ ) এক প্রকার অতি ক্ষুদ্র জাতীয় ইঙ্গুর। নেক্ ( পারসী ) শুভ, দোযহীন, পবিত্র । নেকড়া ( দেশজ ) ছিয়বস্ত্র, কানি, ছেড়া কাপড় । নেকড়িয়া ( দেশজ ) ব্যাঘ্র বিশেষ, গোবাঘ, নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ, ক্ষুদ্র জাতীয় ব্যাঘ্র বিশেষ। (Canis pallipes) ইহারা অতিশয় হিংস্র। অপরাপর হিংস্র জন্তুরা যেমন শীকার সম্মুখে পাইলেই আসিয়া ধরে, কিন্তু লক্ষ্য ভ্ৰষ্ট হইলে বা পলাইয়া গেলে আর তাহার পশ্চাদামুসরণ করে না । ইহার সেরূপ শ্রেণীর জীব নহে, এমন কি সময় সময় হহীয়া শাকারের পশ্চাৎ পশ্চাৎ দুই তিন মাইল পৰ্য্যস্ত চুটিয়া যায়। ইহাদের গাত্রের বর্ণ ময়লাযুক্ত সাদা মিশ্ৰিত ঈষৎ লাল । গায়ের কতকগুলি লোমের অগ্রভাগ কাল, এই কারণে ইহাদের আরও ভয়াবহ দেখায়। চারিট পদ ও মুখের রং কিছু ফিকে। লেজ পাতল অথচ বড় বড় লোম বিশিষ্ট ও অগ্রভাগ কাল। কাণ দুইটি অপেক্ষাকৃত ছোট। লম্বে মস্তক হইতে পশ্চাদেশ পর্যন্ত প্রায় ৩৭ ইঞ্চি, লেজ ১৭ ইঞ্চি ও খাড়াই ৬ইঞ্চি। ---