পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেতৃ অবস্থান করিতেছিলেন, সেই সময়ে নেতাজী আহ্মদনগরের নিকটবর্তী গ্রামসমূহ জালাইয়া দিয়া ধনাদি লুট করিতে আরম্ভ করিলে, সায়েস্তা খাঁর একদল সৈন্ত আসিয়া তাহার উপর পড়ে। এই সময়ে উভয় পক্ষে ঘোরতর যুদ্ধ হয়। পরে যখন নেতাজী দেখিলেন জয়ের সম্ভাবনা অতি অল্প, তখন তিনি পলাইতে উদ্যোগী হইলে, বিজাপুরের সেনাধ্যক্ষ রপ্তম-জমান র্তাহার প্রাণরক্ষার জন্ত তাহাকে ছাড়িয়া দেন। এই যুদ্ধে তিনি বিশেষরূপে আহত হন। ১৬৬৪ খৃষ্টাব্দের মধ্যভাগ হইতে ১৬৬৫ খৃষ্টাব্দের মধ্যপৰ্য্যন্ত তিনি পুনরায় এই সমস্ত প্রদেশ লুট করেন। অবশেষে ১৬৬৫ সালের আগষ্টমাসে মহারাষ্ট্রকেশরী শিবাজী আসিয়া তাহার সহিত যোগ দেন, উভয়ে আহ্মদনগর ও আরঙ্গীবাদের নিকটস্থ স্থানসমূহ লুট করিয়া বহু রত্ন সংগ্ৰহ করিয়াছিলেন । নেতাদেবী, ভৈরবীবিশেষ। নেপালের নেবার জাতীয়ের ইহাকে শক্তির অংশ ভাবিয়া পূজা করেন। নেপাল-রাজধানী কাঠমাণ্ডুতে যে ভৈরবমূৰ্ত্তি আছেন, ইনি তাহার সঙ্গিনী । বিষকাট-উৎসবের কিছু পূৰ্ব্বে কাটমাঙু সহরে ইহার সম্মানের জন্ত নেপালবাসীরা প্রতি বৎসর মহোৎসব করেন। এই মহোৎসবে স্বয়ং নেপালরাজ ও র্তাহার অধীনস্থসর্দারগণ এবং বৌদ্ধ ও হিন্দু মতাবলম্বী সকলেই যোগদান করিয়া থাকেন। এই উৎসব নেতাদেবীর-যাত্রা নামে পরিচিত। নেতি ( * ) হটযোগভেদ । ( হটযোগ ২২৯ ) নেতীযোগ (পুং) হটযোগভেদ। এই যোগের বিষয় রুদ্র যামলের উত্তরখণ্ডে এইরূপ লিখিত আছে— “নের্তীযোগবিধাননি শৃণুদ্ধ বীরপূজিত। যেন সৰ্ব্ব মস্তকস্থ কফানাং দাহনং ভবেৎ ॥ স্বক্ষত্ৰং দৃঢ়তরং প্রদান্নাসিকাবিলে। মুখরন্ধে সমানীয় সন্ধানেন সমাশ্রয়েৎ ॥ পুনঃ পুনঃ সদা যোগী যাতায়াতেন ঘর্যয়েৎ । ক্রমেণ বৰ্দ্ধনং কুৰ্য্যাৎ স্বত্রস্ত পরমেশ্বর । নেতীযোগেন নাসায় রন্ধং নিৰ্ম্মলকং ভবেৎ।।"(হটযো) নেউযোগের বিধান বলিতেছি, যে নেতীযোগ অবলম্বন করিলে, সকলের মস্তকস্থিত কফের নাশ হইয়া থাকে। এই যোগ করিতে হইলে প্রথমে একটা দৃঢ় কুষ্মপুত্র নাসারদ্ধে, দিয়া মুখমধ্য হইতে বাহির করিতে হইবে, এইরূপ পুনঃ পুনঃ অভ্যাস করিলে ক্ৰমে স্বত্র একটু করিয়া স্থল করিয়া দিতে হইবে। এই নেতীযোগ করিলে নাসারন্ধ, নিৰ্ম্মল হয় । নেতৃত্ব (শেল) পরস্পর সংলগ্ন বা শৃষ্ট জড়াই থাকা। cनडू (५) नवडौडि नी-छ्। • यड्र। ९ निर्रुश्कि ।। ७ [ ৩৪৩ ] নেত্রপাক নায়ক। ৪ প্রবর্তক। ৫ প্রাপক। ( পুং ) ও নিম্ববৃক্ষ। (রাজ’) ৭ বিষ্ণু । ( ভারত ১৩১৪৯৩৭ ) -č 蠍 নেতৃত্ব (কী ) নেতুর্ভাব, নেতৃত্ব । নায়কতা, অধ্যক্ষত। নেতৃমৎ(ত্রি) নেতৃক্ত, নায়করূপে নিযুক্ত। অগ্নিজানয়নকারী। “ত বা এতা প্ৰবতো নেতৃমতা পথিমত্যঃ” ( ঐতরেয় ব্রাহ্মণ ১।২।৪ ) নেত্তেকল, দক্ষিণাত্যের বেল্লারী জেলার আদোনী তালুক্ষেয় অন্তর্গত একটী গ্রাম। এখানে পৰ্ব্বতোপরে আঞ্জমেয়ের একটা মন্দির আছে। উক্ত মণিরণীঠস্থানের নিকটে একখানি প্রস্তরের উপর তৈলঙ্গী ভাষায় লিখিত একথানি শিলালিপি আছে । এই গ্রাম ও শস্তগল গ্রামের সীমার মধ্যভাগে আর একখানি শিলাফলক দৃষ্ট হয়। নেত্র ( ) মীরতে নয়তি বানেনেতি নী-ক্ষরণে ইন্‌ (দামী শসেতি। পা ৩২।১৮২) চক্ষু, নয়ন। “নাপ্পয়ন্তীং স্বকে মেত্রে মচাভাক্তামনাবৃতাম । ন পষ্ঠে্যুৎ প্রসবন্তীর্থ তেজস্কামো দ্বিজোত্তমঃ ॥” ( মg ৪।৪৪ ) ২ মন্থনদাম । ৩ বস্ত্রভেদ। ৪ বৃক্ষমূল। ৫ রণ। ৬ জট । ৭ নাড়ী । ৮ প্রাপয়িত।। ৯ নয়নসাধম । ( ত্রি ) ১• প্রবওঁক । (স্ত্রী ) ১১ বস্তিশলাকা। ১২ চক্ষুর গোলকস্থিত বহিদেবতাক তৈজস ইন্দ্রিয়ভেদ । ( পুং ) ১৩ হৈহয়-নৃপপুত্রভেদ । ( ভাগ” ৯৷২৩৬৬) ১৪ দ্বিত্বসংখ্যা, নেত্রশধ্যে ২ অঙ্ক বুঝায়। নেত্রকনীনিক (স্ত্রী) নেত্রয়োঃ চক্ষুষো কর্মনিকা। চক্ষুর তারা । নেত্রকোষ (পুং ) নেত্রয়োঃ কোষঃ। নেত্রপটল । * নেত্রচ্ছদ (পুং ) নেত্রে ছাগতেইনেনেতি ছদ-গিছ-ক, ততে হ্রস্বঃ । নেত্রপিধায়ক চৰ্ম্মপুট, চখের পাতা, চক্ষুঃপক্ষ । নেত্রজ (ত্রি) নেত্ৰাৎ জায়তে জন-ড। নেত্রজাতৃ, চক্ষুর জল। নেত্রজল (ক্লী) নেত্রয়োর্জাম্। চক্ষু হইতে পতিত জল, অশ্রু। নেত্রত (স্ত্রী) নেত্রস্ত ভাব নেত্র-তল-টাপ। নেত্রের ভাব ও ধৰ্ম্ম । নেত্রপর্য্যন্ত (পুং ) নেত্রয়োঃ পৰ্য্যন্ত অস্তঃ কোণ সীমা। ১ অপাঙ্গ, চক্ষুর কোণ। (ত্রি ) ২ নেত্রাবধিক, নেত্র অবধি । নেত্রপাক (পুং) নেত্ররোগভেদ। ইহার লক্ষণ— “জুষ্টে মুহুঃ অবেস্থাশ্রমুফশীতাম্বু পিচ্ছিলম্। সংরস্তী পচ্যতে যশ্চ মেত্রপাকঃ স শোষজঃ ॥” ( মুশ্রুত উত্ত" ) কণ্ডু, উপদেহ অর্থাৎ পাতাজোড়ালাগ, অশ্রপাত, পক উড় স্বরের ষ্ঠায় আকার, দাহ, সংহর্ষ, তাম্রবর্ণ, তো, গৌরব, শোক, মুহুমুহ উক, শীতল ও পিচ্ছিল আলাবসংরম্ভ এবং