পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেপাল --- इकर । নেপালের পাৰ্ব্বতীয় অংশ হইতে যে সমস্ত মূল্যবা প্রস্তর ও অপরিষ্কৃত ধাতু পাওয়া গিয়াছে, তাহা হইতে বেশ অনুমান ছয় যে, নেপালের কোন কোন অংশে লুপ্তখনি বিদ্যমান অাছে। মুক্তিকার অল্প নিম্ন হইতে তাম্র, লৌহ প্রভৃতি খনি দেখা গিয়াছে। তাম্র উৎকৃষ্ট হইলেও এখানকার লৌহ অষ্টান্তস্থান অপেক্ষ নিকৃষ্ট । এখানে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়, তাছা নানাস্থানে প্রেরিত হইয়া থাকে । নেপালে ষে সকল বিভিন্ন প্রকারের মিশ্রিত ও অপরিস্কৃত খনিজ পদার্থসমূহ পাওয়া যায়, তাহার বিশেষ আলোচনা করিলে জানা যায়, যে ঐ সকল মিশ্রিত পদার্থে অনেক মূল্যবান ধাতুর অংশ রহিয়াছে। এতদ্ব্যতীত এখানে নানাজাতীয় প্রস্তর দেখিতে পাওয়া যায়, তন্মধ্যে মার্বেল, প্লেট, চুণাপাথর এবং লাল ও পীতবর্ণের প্রস্তরগুলিই উল্লেখযোগ্য । গোর্থ প্রদেশের নিকটে একপ্রকার স্বচ্ছ কৃগুল (Crystal) প্রস্তর পাওয়া যায়, উছ উত্তমরূপে কাটাইলে হীরকের ন্যায় উজ্জ্বলতাসম্পন্ন হয়। এখানকার মাটি এত উৎকৃষ্ট যে কিছুকাল পরে তাছা প্রায় সিমেণ্টের মত দৃঢ় হইয়া যায়। বাfশঙ্কা । নেপাল রাজ্যের বাণিজ্য সম্বন্ধে কোন কথা বলিবার পূৰ্ব্বে, দেখিতে হইবে, কোন কোন রাজ্যের সহিত নেপালবাসীদিগের ব্যবসা সম্বন্ধে বিশেষ সংস্রব অাছে। হিমালয় পৰ্ব্বতের অপরপারস্থিত তিববন্ত দেশ এবং দক্ষিণস্থ ইংরাজাধিকৃত ভারতসাম্রাজ্য, এই উভয়ের সহিত তাছাদের বিশেষ ঘনিষ্ঠতা লক্ষিত হয়। তিব্বতদেশে যাইতে যদিও অনেক গুলি গিরিপথ আছে, কিন্তু সকল গুলিই প্রায় তুষারাবৃত। কেবল কাঠমাণ্ডু । নগরের উত্তরপূর্বদিক্ দিয়া যে পথটা কুশী নদীর উপনদী | ধরিয়া সীমান্তবর্তী নীলম্ বা কুট নামক তাড়া পৰ্য্যস্ত গিয়াছে, তাহা উচ্চে প্রায় ১ ৪• • • ফিটু এবং অপর যে পথটী ( ৯০ •• ফিটু উচ্চ ) থওক নদীর পুর্ণাভিমুখী স্রোত অতিবাহন করিয়া । সীমান্তে কিরঙ্গ গ্রামের পাখ দিয়া তাড়ম্ গ্রামের সন্নিকটে | সাম্পু নদীতীরে আসিয়া পোছিয়াছে, এই দুইট পথ ধরিয়াই ; নেবারীরা সাধারণতঃ তিব্বত-রাজ্যে গমনাগমন করে। পণ্যদ্রব্য লইয়া যাইবার জন্ত বিশেষরূপ যানবাহনাদি নাই ; একমাত্র পাৰ্ব্বতীয় ছাগ ও ভেড়ার পুষ্ঠে বোঝাই দিয়া এই সকল পথে যাওয়া যায় ; অশ্ব বা শকটাদি লইয়া এরূপ দুৰ্গম, পথে যাইবার উপায় নাই । তিব্বত হইতে পশমী শাল ও এক প্রকার পশম-নিৰ্ম্মিত মোটা কাপড়, লবণ, সোহাগ', মুগনাভি, চামর, হরিতাল, পারদ, স্বর্ণরেণু, শূৰ্য, মঞ্জিঠী (মঞ্জিষ্ঠা ), X ఫిe [ ७¢१ ] চৱল, নানাপ্রকার ওষধি ও শুষ্ক ফলাদি নেপালে এবং তৎপাশ্ববর্তী ইংরাজাধিকৃত রাজ্যসমূহে আমদানী হইয়া থাকে। অপর পক্ষে নেপাল হইতে ভীম, পিত্তল, লৌহ ও কাংস্তুনিৰ্ম্মিত তৈজসাদি, বিলাতী কাপড়, লৌহজাত জব্যাদি, ভারতোৎপন্ন কার্পাসবন্ত্রাদি, সুগন্ধি মসলা, তামাকু, স্বপারি, পাণ, মান ধাতু এবং মূল্যবান প্রস্তরাদি তিব্বতে রপ্তানি হয়। নেপালীর ভারতের সহিত যে ব্যবসা বাণিজ্য কয়ে, তাছা প্রায়ই নেপাল-সীমান্ত হইতে ৭•• মাইলের অন্তভূক্ত সকল হাট বাজারে আসিয়া থাকে। নেপাল হইতে ভারতের স্থানে স্থানে যে সমস্ত পণ্য দ্রব্য রপ্তানী হয়, তাহার উপর নেপালরাজ শুষ্ক ধার্য করিয়া দিয়াছেন ; ঐরাপ ভারত হইতে যাহা নেপালে আমদানী হয়, তাহা হইতে কর আদায় করা হইয়া থাকে। এইরূপে শুদ্ধলন্ধ অর্থ সমস্তই রাজকোষে গৃহীত হইয়া থাকে। রাজার আদেশে, দেশবাসীর সৌখিনতা ও বিলাসিতার জন্ত যে সকল দ্রব্য নেপালে নীত হয়, তাহার উপর অধিক শুষ্ক নিৰ্দ্ধারিত আছে, কিন্তু স্বদেশীয়ের আবণ্ডকাছুরোধে যে সকল বস্তু আমদানী হয়, তাহার উপর রাজা অল্প পরিমাণে কর লইয়া থাকেন। এই সকল গুঞ্চ আদায়ের জন্তু প্রত্যেক হাটে এবং ভিন্ন দেশে লইয়া যাইবার প্রত্যেক পথে এক একটী কুতঘর স্থাপিত আছে। কখন কখনও এই কুতঘরের কার্য্য নিৰ্ব্বাহের জন্তু ঠিকাদার অথবা মহাজনদিগকে নিলাম করিয়া দেওয়া হয়। তামাকু, এলাচ, লবণ, পয়সা, হস্তিদন্ত ও চকোর-কাঠ প্রভৃতি নেপাল গবর্মেন্টের একচেটিয়া ব্যবসা । এই ব্যবসা-পরিচালনের জন্ত রাজপরিবারভুক্ত অথবা রাজকৃপা প্রাপ্ত কোন ব্যক্তিকে নিযুক্ত করা হয় । এতদ্ভিন্ন সকল দ্রধ্যেই অপরাপর লোকের অধিকার অাছে, কিন্তু সকলেই শুল্ক দিতে বাধ্য। এই শুল্ক দ্রব্যের গুরুত্ব, বোঝা বা সংথ্যাঙ্গুসারেই গ্রহণ করা হইয়া থাকে। কাঠমাণ্ডু হইতে যে পথে নেপালজাত দ্রব্যসমূহ ভারতবর্ষে নীত হয়, তাহ সিগোলী হইতে রাজধাণী কাঠমাণ্ডুর অভিমুখে প্রথমে নেপাল-সীমান্তে রাকৃশুল গ্রাম অতিক্রম করিয়া সম্রাবাস, হাতেীর, ভীমফেড়ী ও গানকোট নগর দিয়া রাজধানীতে পেন্থিয়াছে। পূর্কে এই পথ দিয়া চম্পারণজেলার মধ্য দিয়া পাটনা নগরে অসিত, কিন্তু বর্তমান সময়ে সিগোলী পৰ্য্যস্ত রেলপথ বিস্তার হওয়ার বাণিজ্যের বিশেষ সুবিধা হইয়াছে। এই সকল সুবিধা সত্ত্বেও এখানকার দুর্গমপথে দ্রব্যাদি লইয়। বড় কষ্টে পড়িতে হয় । কোথাও বলদ, কোথাও ঘোড়া বা শকটাদির সাহায্যে এবং স্থান বিশেষে কুলীর সাহায্যে श्रांनिष्ठ ह्द्र ! निtsोलैौ इद्दे८ए का?मां५ *र्षाढ cष प्राएt