পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেপাল कब्र इग्न ! বর্ণনা করিয়া আর একটী কবিতা রচনা করেন এবং তাছা প্রগুরে খোদিত করিয়া দেবমন্দিরের গাত্রসংলগ্ন করিয়া দেন। তিনি নিজ গ্রচলিত মুদ্রাতে 'কবীন্দ্র’ উপাধি সংযোজিত করিয়া আপনাকে বিশেষ গেীরৰাম্বিত মনে করিয়াছিলেন। তিমি প্রথমে ইট ত্রিহুত-রাজকল্পায় পাণিগ্রহণ করেন। পরে ীেবনস্বভাবসুলভ চপলতায় তিনি ইঞ্জিয়-লালসা পরিতৃপ্ত করিবার জন্ত, নেপালী প্রথামত প্রায় তিন হাজার রমণীকে আপনার পত্নীরূপে বরণ করিয়াছিলেন। এই অতৃপ্তবাসনার বশে তিনি একসময়ে একটী বালিকার জীবন-হস্ত হইয়াছিলেন। স্বকৃত পাপে ভীত হইয়া তিনি এবং পরিবারস্থ সকলেই পাপমোচনের জন্ত তুলাদান উৎসব করেন। ईशांद्र ब्रांछरुकांष्ण भट्ठांद्रांज़े झहे८ङ जन्नकर्मठ ७ ब्लिक्ष्ठ হইতে নরসিংহঠাকুর নামে ব্রাহ্মণদ্বয় নেপালে আগমন করেন এবং রাজার নিকট পরিচিত হইয় গুর’ উপাধিতে ভূষিত হয়েন । রাজা প্রতাপমল্পের পার্থিবেন্দ্রমল্প, নৃপেন্দ্ৰমল্ল, মহীপেন্দ্র ( মহীপতীন্দ্র )-মল্প ও চক্ৰবৰ্ত্তাশ্রমল্প নামে চারিট পুত্র জন্মে। চারি জনেই পিতার ইচ্ছামত তাহার জীবিতাবস্থায় প্রত্যেকে { এক এক বৎসর রাজ্যশাসনমুখ উপভোগ করেন । তাছার তৃতীয় পুত্র মহীপতীস্ত্রের শাসন সময়ে, রাজা পুত্রের সাহায্যে ৭৮৮ নেং সং অক্ষোভাবুদ্ধমন্দিরের সন্মুখস্থ ধৰ্ম্মধাতুমগুলে একটা ইঞ্জের বজাকৃতি স্থাপন করেন। চতুর্থ পুত্র চক্রবর্তীন্দ্র একবৎসর রাজত্ব করিয়া স্ত্রীবলীলা সম্বরণ করেন । ৭৮৯ মেং সংবতে চক্রবর্তীক্স যে মুদ্র প্রচলন করেন, তাহার পৃষ্ঠে বাণাস্ত্র পাশ, অঙ্কুশ, কমল ও চামর অঙ্কিত দেখা যায়। পুত্রের মৃত্যুতে রাজমাত কাতর হইলে, রাজা তাহার শোকাপনোদনের জন্ত একট সুবৃহৎ পুষ্করিণী ও মন্দির প্রতিষ্ঠা করেন। এই পুষ্করিণী রাণী-পোখী নামে খ্যাত । ৮.৯ নেং সং, স্বাজtয় মৃত্যু হইলে, তৎপুত্র মহীশ্রময় ভূপালেস্ত্র নাম গ্রহণপূর্বক রাজসিংহাসনে উপবেশন করেন। ৮১৪ নেং সং উহার মৃত্যুর পর, তৎপুত্র শ্ৰীভাস্করময় চতুর্দশ বৎসরে রাজপথ প্রাপ্ত হন । ইহার রাজত্বের অষ্টম বৎসরে আশ্বিন মাসে দশেরার উৎসব লইয়া পাটন ও ভাড়গাওবাসিগণের মধ্যে বিরোধ উপश्ऊि श्द्र। uई श९गरब tनभttन भइएात्रैौख्द्र श्ञ ५दर cगई রোগে ৮২২ নেং সং তাছার মৃত্যু ঘটে। তাহার মৃত্যুর সঙ্গে সঙ্গেই কাস্তিপুত্বের স্বৰ্য্যবংশীয় রাজবংশের লোপ হয়। রাজার খছিী ও অপরাপর স্ত্রীগণ সতীদাহ হইবার পূর্বে, আপনাদের বিশেষ জাষ্ট্ৰীয় জগজ্জয়াকে স্বাক্সাসন দিয়া আপনার স্বর্গ ধামে গমন কন্ধেল । [ లిసి { } ৭৭, নেং শৃং রাজা প্রতাপগল্প স্বয়ম্ভুনাথের মাহাত্ম্য - নেপাল রাজা জগজ্জয়ের পাচ পুত্র। রাজেঞ্জপ্রকাশ ও জয়প্রকাশ তাছার রাজ্যপ্রাপ্তির পূৰ্ব্বে জন্মগ্রহণ করেন এবং রাজ্যপ্রকাশ, নরেন্স প্রকাশ ও চজপ্রকাশ পরে জন্মলাভ করিয়াছিলেন। রাজার জীবিতাবস্থায় জ্যেষ্ঠ রাজেন্দ্র ও কনিষ্ঠ চক্সপ্রকাশ মানবলীলা সম্বরণ করেন। রাজ পুত্রদ্বয়ের বিয়োগে মহাশোকাকুল হইলে, তাহার অধীনস্থ খশ-সিপাহিগণ আসিয়া তাহার সান্থন বিধান করিলেন এবং রাজকুমার রাজ্যপ্রকাশের রাজপদপ্রাপ্তির জন্তু তাহীকে অনুরোধ করিতে লাগিলেন । এই সময়ে রাজা শুনিলেন যে গোর্খালিরাজ পৃথ্বীনারায়ণ নৰকোট পৰ্যন্ত" রাজ্যবিস্তার করিয়াছেন এবং তাছার প্রদত্ত দেবোত্তর সম্পত্তিসমূহ শক্ৰহস্তগত ভাবিয়া, তিনি বিশেষ কাতর হইয়া পড়িলেন । ৮৫২ নেং সং তিনি মানবদেহ পরিত্যাগ করিলে, তৎপুত্র জয়প্রকাশমন্ন কাঠমাণ্ডুর সিংহাসন অধিকীয় করেন। কুমার রাজ্যপ্রকাশ সিংহাসনলাভে বিমুখ হইয়া পাটনে চলিয়া ষান এবং তথায় রাজা বিষ্ণুমলের অতিথেয়তায় প্রীত হইয়া, সেইখানে বাস করিতে লাগিলেন। রাজা বিষ্ণুমল্লের পুত্র না থাকায় তিনি রাজাপ্রকাশকে স্বীয় সিংহাসন দিতে প্রতিশ্রুত হন। রাজকৰ্ম্মচারী ঠারিগণ কনিষ্ঠ ভ্রাতা নরেন্দ্রপ্রকাশকে দেবপাটন, শঙ্কু, চাঙ্গু, গোকৰ্ণ ও নদীগ্রাম নামে পাঁচখানি গ্রামের আধিপত্য প্রদান করায়, তিনি ঠারিগণের কার্যে বিরক্ত হইয় তাহাদিগকে বন্দী এবং ভ্রাতাকে উক্ত পঞ্চগ্রামের অধিকারচ্যুত করেন ; কাজেই নরেন্দ্র প্রকাশকে পিতৃরাজধানী কাঠমাণ্ডু পরিত্যাগ করিয়া ভাতগাঁওএ যাইয়া বাস করিতে হইয়াছিল। ইহার কিছুদিন পরে নরেন্দ্রপ্রকাশের शुक्ल इब्र । - যাহা ছউক, উক্ত ঠারিকর্মচারিগণ কালে নিষ্কৃতিলাভ করিয়া, রাণী দয়াবতীর পক্ষ অবলম্বনপুৰ্ব্বক তীয় আঠার মাসের পুত্র জ্যোতিঃপ্রকাশকে সৰ্ব্বসমক্ষে রাজা বলিয়া ঘোষণা করিলেন। রাজা জয়প্রকাশ দরবার পরিত্যাগ করিয়া ললিতপাটনে পলাইয়া গেলেন, কিন্তু তথাকার প্রধানেরা তাহাকে আশ্রয় দিলেন না, অগত্য তিনি রাণী দয়াবতীর আশ্রয় গ্রহণ করিতে গোদাবরী গমন করিলেন ; তথা হইতে বিতাড়িত হইয়া গোকর্ণেশ্বরে এবং অবশেষে গুহেশ্বরীর মম্বিরে জাসিয়া আশ্রয়ঙ্গাভ করিলেন। এখানে একজন ভক্ত র্তাহাকে দেবীর খঙ্গ দিয়া শত্রুদিগের বিরুদ্ধে যুদ্ধ করিতে পরামর্শ দেন। প্তাহার বিরুদ্ধে যে সৈঙ্গল কাস্তিপুর হইতে জাসিতেছিল, फाँशंब्रां ॐांशंब्रहें श्रख मेिझ्ठ इद्र । ब्रांछ कांग्लिशृङ्ग ¢ठांবৃত্ত হইল দরবারে প্রবেশ করিলেন এবং শিশু ৰোষ্ঠি৯