পাতা:মুক্তি-পথে - গোপীপদ চট্টোপাধ্যায়.pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুক্তি-পথে

প্রথম অঙ্ক

দ্বিতীয় দৃশ্য

প্রাতঃকাল

প্রকাশ বসুর বৈঠখখানা।

 [প্রকাশ বসু একমনে একখানি খবরের কাগজ পড়িতেছেন এমন সময় একরাশ কাগজপত্র লইয়া সরকার মশায়ের প্রবেশ।]

 প্রকাশ—মোট কতখানা দরখাস্ত এসেছে, সরকার মশায়?

 সরকার—আজ্ঞে, তা প্রায় শ' চারেক হবে।

 প্রকাশ—কি রকম বুঝছেন? কি কি ধরণের লোকের দরখাস্ত আছে?

 সরকার—এদের মধ্যে এম-এ, বি-এ, অনেকেই আছেন। তবে ম্যাটিক পাশই বেশী।

 প্রকাশ—এম-এ, বি-এ, আমার কোন দরকার নেই। এদের ভিতর থেকে বেছে ৪৫ জন ম্যাট্রিক ঠিক করুন। বয়স কুড়ি কিংবা একুশের বেশী যেন না হয়। আফিসের কাজে কিছু অভিজ্ঞতা থাকলে ভাল হয়। তবে ফাষ্ট ডিভিশনে পাশ হওয়া চাই-ই।

 সরকার—আজ্ঞে, একজন এম-এ, পাশ ভদ্দর লোক বাইরে দাঁড়িয়ে