পাতা:মুক্তি-পথে - গোপীপদ চট্টোপাধ্যায়.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মুক্তি-পথে

অনুগ্রহ করে আপনারা একটা করে কোম্পানীর শেয়ার কিনুন। সত্যিই বলছি, এটা মস্ত একটা লাভের ব্যবসা।

 প্রকাশ—লাভ করবে কে? আপনি না। Mr. D. K. Agarwala? যান্‌ যান্‌ সরে পড়ুন। আপনাকে সাহায্য করব, না হাতী করব।

 নগেন্দ্র— আচ্ছা, নমস্কার। এখন নিলেন না বটে, কিন্তু পরে নিশ্চয়ই পস্তাবেন। (প্রস্থান)

 বিপিন—লোকটার কি স্পর্দ্ধা! মুখের উপর শাসিয়ে গেল।

 সরোজ—এক মিথ্যা জড়বাদী দালাল দর্শনকে অপমান করে গেল।

 দিলীপ—ওর শাসন করবার কি অধিকার আছে? “শাসন করা তারই সাজে সোহাগ করে যে গো।” ওর শাসন কে মানে? চল আমরা এখনই যাই। গুড়ের দালালের এতদূর সাহস! (প্রস্থান)

 সরোজ—এতদূর স্পর্দ্ধা! (প্রস্থান)

 বিপিন—ওকে ষোল আনা শাস্তি দিতে হবে। চল্লাম ভাই প্রকাশ, মনে কিছু করো না। (প্রস্থান)

 প্রকাশ—[স্বগতঃ] কিছুই মনে করছি না, বাবা। বেশ যাও কি কুক্ষণেই রাতটা পুইয়েছে! [প্রকাশ্যে] নিমু, আয় ত একটু গান গা, শুনি।

[ নির্ম্মলেন্দুর প্রবেশ এবং গান ]

গান

প্রভাত-আলোয় উজল বেশে
আস্‌লে তুমি কোন্‌ অতিথি,—
তোমার মদির পরশ পেয়ে
অন্তরে মোর জাগছে গীতি।