পাতা:মুক্তি-পথে - গোপীপদ চট্টোপাধ্যায়.pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8之 মুক্তি-পথে সরোজ—আমি দার্শনিক, সেও দার্শনিক ; আমাকে না লিখে তোমাকে লিখল কেন ? তোমার সঙ্গে তার পরিচয়ই বা কবে হল ? প্রকাশ—তবে শোন। আমার অফিসে সে একবার ৩০ < টাকা বেতনে চাকুরি করতে চেয়েছিল। আমি তাকে কাজ দিই নাই । আমি জানতাম ঐ সমস্ত শিক্ষিত লোক হয়ত একদিন বড় হতে পারবে, কিন্তু তাকে যদি তিরিশ টাকা দিয়ে কলম পিষতে বলা হত, তবে তার ইহকাল পরকাল দুইই নষ্ট হত । সরোজ—দশনের অপমান! দরজীর ব্যবসাই যদি ছাই করবে, Szz Philosophy oft g M. A. off*f Fņi cēzi ? প্রকাশ–এতটুকু জিনিষও বুঝবার শক্তি তোমার নেই ? লেখাপড়া শিখে যদি কেউ ব্যবসা করতে আরম্ভ করে, তাতে ক্ষতি কি ? সবাইত আর I. C. S., B. C. S. হবে না ? দিলীপ—আমরা নিশ্চয়ই যাবে!— “কৰ্ম্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার হৃদয়-প্রান্তে হে নীরব নাথ, শান্ত চরণে এস।” আজ আমাদের কৰ্ম্মের আহবান এসেছে। বেশ ভাই প্রকাশ, আমরা সবাই যাবো। প্রকাশ–কি ভায়া, বৈষ্ণব কবিদের ছেড়ে রবীন্দ্রনাথের ভক্ত কবে থেকে হলে ? দিলীপ—রবীন্দ্রনাথই এ যুগের স্রষ্টা। তিনি একাধারে কবি, কৰ্ম্মী ও ব্যবসায়ী। তারই আদর্শ আজ জগতের আদর্শ।