পাতা:মুক্তি-পথে - গোপীপদ চট্টোপাধ্যায়.pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ 8 মুক্তি-পথে নীহার—নমস্কার ! ( ভাষা-বিভাগে প্রবেশ ) ভাষা সম্বন্ধে একটু জ্ঞানার্জনের জন্যই আমি এসেছি । বিপিন—একটু কেন, এখানে এলে ষোলো আনা ভাষা-জ্ঞান হবে। এই দেখুন যে সমস্ত অতি প্রাচীন গ্রন্থ বঙ্গীয় সাহিত্য-পরিষদে পাবেন না, আমার এখানে তা মিলবে। [ রবীন্দ্রনাথের “গীতাঞ্জলি” খানা প্রদান করিলেন ] নীহার—একি ? এ যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ! এ যে অতি আধুনিক বই ! বিপিন—তাই ত, আজ রবীন্দ্রনাথকেই আমরা গবেষণা করছি । রবীন্দ্রনাথের ভাষা-জ্ঞান মোটেই নাই এই দেখুন একটা উদাহরণ দিচ্ছি— “লেগেছে অমল ধবল পালে মন্দ মধুর হাওয়া।” এর কোন খানে ভুল, লক্ষ্য করেছেন ? নীহার-আজ্ঞে না, আমার চোখে ত কিছু পড়ে না। এই বই লিখেই ত রবীন্দ্রনাথ “নোবেল প্রাইজ’ পেয়েছেন। বিপিন—আপনাদের ঐ রঙীন চোখ দিয়ে এ ভুল ধরতে পারবেন না। রবীন্দ্রনাথ দেশটাকে উচ্ছন্ন দিলেন তার ঐ হেঁয়ালীপূর্ণ কবিতা লিখে । “ধবল” হলেই ত “অমল” হবে। আবার ‘অমল ধবল কি ! नौशांब्र-७ ७झे छूल ? বিপিন—আস্বন, আর মুহূৰ্ত্ত বিলম্ব করবেন না। ভাষার এই অাবজ্জনা দূর করে দেশকে মুক্ত করুন। এই বিভাগের মাসিক চাদ মাত্র ৫২ টাকা । তা হলে আপনার নাম তালিকাভুক্ত করি ?