পাতা:মুক্তি-পথে - গোপীপদ চট্টোপাধ্যায়.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bア মুক্তি-পথে যাদের শতকরা একভাগও দখল নেই, তারা আনবে দেশের মুক্তি ? হায়রে পোড়া কপাল ! [ প্রকাশের প্রবেশ ] প্রকাশ–ধন্য ভাষাবিদ বিপিন ! বেটাছেলে বটে তুমি । কেমন খাসা ন্যাক সেজে এই গুণ্ডাগুলোর হাত থেকে দেশের লোকে না পাক, তুমি ত মুক্তি পেলে! তোমাদের কৃষ্টি-সাধন সমিতি’র এই হ’ল দ্বিতীয় নম্বরের জয়, তাই ত ? বিপিন—যাদের ভাষাজ্ঞান মোটেই নাই, তাদের সঙ্গে কি ষোল আনা ভদ্রতা বজায় রেখে কথা বলা যায় ? তাই প্রথমেই চাই ভাষার সংস্কার । প্রকাশ—কোথায় যাচ্ছ এখন Mr. ভাষা-সংস্কারক ? বিপিন—যাচ্ছি, আমাদের সমিতির পক্ষে বক্তৃতা দিতে । প্রকাশ–বেশ ত ! চল, আমিও যাই । [ পথে জনৈক অন্ধ তাহাদের গতিরোধ করিল ] অন্ধ—গরীব অন্ধটাকে একটা পয়সা দাও না বাবা ! ভগবান তোমাদের ভাল করবেন। বিপিন—ঠিক,—ঠিক বলেছে। এই অসভ্য মূখ ভিখারীটির যে ভাষা-জ্ঞান আছে, ঐ সভ্য ভদ্রবেশী স্বেচ্ছাসেবকদের সেটুকু জ্ঞানও নাই। এ একটা পয়সা মাত্র চায়, দু'টাে নয়, তিনটে নয়। প্রকাশ–(স্বগত: ) সেই জন্যেই ত এর ভাষা-জ্ঞান আছে! বেশী চাইলে নিশ্চয়ই এরও ঐ স্বেচ্ছাসেবকদের মত অবস্থা হত । (প্রকাশ্বে) ভাষা-জ্ঞান বেশ ভালই আছে, কিন্তু আর একটা দিক যে এর মোটেই নেই। এযে শতকরা কতখানি অন্ধ, তা ঠিক করতে পেরেছ ?