পাতা:মুক্তি-পথে - গোপীপদ চট্টোপাধ্যায়.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তি-পথে ولم ډ জন্ম হলেই মরতে হবে, মিথ্যা কেন চিন্তা তবে, জীবন-বীমা থাকবে বেঁচে, যাক্‌ না তোমার প্রাণ, গাও জীবন-বীমার গান । ভবের পটল তুললে পরে, বঁাচ বে তোমার বংশধরে এখন থেকে দাও যদি ভাই আমার কথায় কান । গাও জীবন-বীমার গান । [গান শেষ হইলে কৃষ্টি-সাধন সমিতির সাইনবোর্ডের উপর জীবন-বীমার বিজ্ঞাপনটি অঁাটিয়া দিয়া লোকটি পলায়ন করিল। জীবন-বীমার বিজ্ঞাপনে এইরূপ লিখা ছিল ;–] হনুলুলু কোম্পানীর নূতন বীমা-পত্ৰ সম্পূর্ণ নূতন, অভিনব, অদ্বিতীয় । স্থানীয় এজেণ্ট 3—K. Hazra, B. A. [বিপিন, সরোজ ও দিলীপ তৎক্ষণাৎ স্থান ত্যাগ করিয়া Sign Boardএর নিকটে গিয়া তাহার উপরে জীবন-বীমার বিজ্ঞাপনটি দেখিয়া ক্রোধে উন্মত্ত হইলেন । ) দিলীপ—মৃত্যগীতের অবমাননা !