পাতা:কিশোর কিশোরী - চিত্তরঞ্জন দাশ.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আভাষ


এই যে প্রত্যক্ষ মোর প্রাণ মাঝে জাগে
তোমারে বুঝাতে নারি তাই ব্যাথা লাগে
কেমনে বুঝাব তোমা; ওগো বক্ষবাসি,
আমি সে মূরতি-স্রোতে দিবানিশি ভাসি।

মনে হয় চিরকাল ভেসে ভেসে যাই
কর জনমের সাধ বুকে লয়ে তাই
সেই সে মূরতি-স্রোতে দিবানিশি ভাসি।
এখনো সন্দেহ তব? ফের ওই হাসি?

৪৩