পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so $'; A ll L. * z Wł :ம். যুক্তধারা " । *१é i विश्वजि९ । छोरें, अककांब्र श्tग्न थtनtइ cष । * অভিজিৎ । যেখান থেকে ভাৰ এসেছে সেইখান থেকে আলোও আসবে। বিশ্বজিৎ । তোমাকে বাধা দিতে পারি এমন শক্তি আমার নেই। অন্ধকারের মধ্যে একলা চলেছ তবুও তোমাকে বিদায় দিয়ে ফিরতে হবে। কেবল একটি জাখালের কথা বলে যাও যে, আবার মিলন ঘটবে। * r অভিজিং । তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হবার নয় এই কথাটি যনে রেখো। , * [ দুই জনের দুই পথে প্রস্থান ধনঞ্জয়ের প্রবেশ গান আগুন, অামার ভাই, আমি তোমারি জয় গাই । তোমার শিকল-ভাঙা এমন বাঙা মূর্তি দেখি নাই । দুহাত তুলে আকাশ পানে মেতেছ আজ কিসের গানে ? ५ बौ वांनब्ाश्च नूङI एषखश्च বলিহারি ষাই । যেদিন ভবের মেয়াদ ফুরোবে, ভাই, আগল ষাবে সরে সেদিন হাতের জড়ি পায়ের দড়ি দিবি রে ছাই করে। সেদিন আমার অন্ধ তোমার অঙ্গে ঐ নাচনে নাচবে রঙ্গে, সকল দাহ মিটবে দহে, ঘুচবে সব বালাই। বটুর প্রবেশ । বই। ঠাকুর, দিন তো গেল, অন্ধকার হয়ে এল। . . - ধনঞ্জয়। বাবা, বাইরের আলোর উপর ভরসা রাখাই অভ্যাস, তাই অন্ধকার