পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>こ● রবীন্দ্র-রচনাবলী জানে না ফুলের গন্ধে আছে কোন করুণ বিষাদ, সে জানে তা সংগ্রহের পথের সংবাদ । চাহে নি সে অরণ্যের পানে, লতার লাবণ্য নাহি জানে, পড়ে নি ফুলের বর্ণে বসন্তের মর্মবাণী লেখা । মধুকণা লক্ষ্য তার, তারি কক্ষ আছে শুধু শেখা ৷ পাখির মতন মন শুধু উড়িবার স্থখ চাহে _ উধাও উৎসাহে ; আকাশের বক্ষ হতে ডানা ভরি তার স্বর্ণ-আলোকের মধু নিতে চায়, নাহি যার ভার, নাহি যার ক্ষয়, নাহি যার নিরুদ্ধ সঞ্চয়, যার বাধা নাই, যারে পাই তবু নাহি পাই, যার তরে নহে লোভ, নহে ক্ষোভ, নহে তীক্ষ রীষ, নহে শূল, নহে গুপ্ত বিষ । বুয়েনোস এয়ারিস ৪ ডিসেম্বর, ১৯২৪ তৃতীয়া কাছের থেকে দেয় না ধরা, দূরের থেকে ডাকে তিন বছরের প্রিয়া আমার, দুঃখ জানাই কাকে । কণ্ঠেতে ওর দিয়ে গেছে দখিন-হাওয়ার দান তিন বসন্তে দোয়েল শুীমার তিন বছরের গান । তবু কেন আমারে ওর এতই কৃপণতা, বারেক ভেকে দৌড়ে পালায়, কই তে না চায় কথা ।