পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী ملنا لا নামের আস্তক্ষরটা তবর্গ থেকে টবর্গে চড়েছে। শুনেছি ষাবে বিলেতে। বিশ্বনাথের বাহনের প্রতি দয়া রেখো । তারক। ডাক্তার উইলকক্সের কাছ থেকে কি ইষ্ট্রোডাক্শন চিঠি পাওয়া যেতে পারবে । I so 增 পুরন্দর। পাওয়া অসম্ভব নয়। তারক । মাপ করবেন । পায়ের ধুলো নিয়ে প্রণাম বঁাশরি। সুষমার মাস্টারিতে আজ ইস্তফা দিতে এসেছেন ? পুরন্দর। কেন দেব। আরো-একটি ছাত্র বাড়ল । বঁাশরি। শুরু করাবেন মুগ্ধবোধের পাঠ ? মুগ্ধতার তলায় ডুবছে যে মানুষটা হঠাৎ তার বোধোদয় হলে নাড়ি ছাড়বে। পুরন্দর। ( কিছুক্ষণ বঁাশরির মুখের দিকে তাকিয়ে ) বৎসে, একেই বলে খৃষ্টত। [ বঁাশরি মুখ ফিরিয়ে সরে গেল বিভাসিনী । সময় হয়েছে। ঘরের মধ্যে সভা প্রস্তুত, চলুন সকলে । সকলের ঘরে প্রবেশ দরজা পর্যন্ত গিয়ে বঁশরি থমকে দাড়াল । ক্ষিতীশ । তুমি যাবে না ঘরে ? বঁাশরি। শস্তাদরের সদুপদেশ শোনবার শখ আমার নেই। ক্ষিতীশ। সমুপদেশ ! বঁাশরি। এই তো সুযোগ। পালাবার রাস্ত বন্ধ। জালিয়ানওয়ালাবাগের মার। ক্ষিতীশ । আমি একবার দেখে আসিগে । বঁাশরি। না । শোনো, প্রশ্ন আছে। সাহিত্যসম্রাট, গল্পটার মর্ম যেখানে সেখানে পৌচেছে তোমার দৃষ্টি ? • ক্ষিতীশ । আমার হয়েছে অন্ধ-গোলাঙ্গুল স্তায় । লেজটা ধরেছি চেপে, বাকিট টান মেরেছে আমাকে কিন্তু চেহারা রয়েছে অস্পষ্ট। মোট কথাটা এই বুঝেছি যে, স্থষমা বিয়ে করবে রাজাবাহাদুরকে, পাবে রাজৈশ্বর্য, তার বদলে হাতটা দিতে প্রস্তুত, হৃদয়ট নয় । . .