পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sto রবীজ-রচনাবলী খেলেন ক্ষীৰেগণ-ছায়ার খেলা; , ; শিশুর মতে শিশুর সাথে কাটান হেসে প্রভাত বেলা । , মেঘ সে বাপগিরি, গিরি সে বাষ্পমেষ, কালের স্বপ্নে যুগে যুগে ফিরি ফিরি এ কিসের ভাবাবেগ । চান ভগবান প্রেম দিয়ে তার হাওয়া, “তোমারে তো চাই পাওয়া ।” যেমনি জিনিতে চাহিল ছিনিতে নিবে গেল দাবি-দাওয়া । দুই তীরে তার বিরহ ঘটায়ে

  • সমুদ্র করে দান অতল প্রেমের অশ্র জলের গান ।

তারার দীপ জালেন যিনি গগনতলে থাকেন চেয়ে ধরার দীপ . কখন জলে । . মোর গানে গানে, প্রজু, আমি পাই পরশ তোমার, নিবারধারায় শৈল যেমন পরশে পারাবার ।