পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূরবী ^ DS ভেবেছি জেনেছি যাহা, বলেছি, শুনেছি যাহা কানে, সহসা গেয়েছি বাহা গানে ধরে নি তা মরণের বেড়া-ঘেরা প্রাণে ; যা পেয়েছি, যা করেছি দান মর্ত্যে তার কোণা পরিমাণ ? আমার মনের নৃত্য, কতবার জীবন-মৃত্যুরে লভিঘয়া চলিয়া গেছে চিরস্কন্দরের স্বরপুরে । চিরকাল তরে সে কি থেমে যাবে শেষে কঙ্কালের সীমানায় এসে ? যে আমার সত্য পরিচয় মাংসে তার পরিমাপ নয় ; পদাঘাতে জীর্ণ তারে নাহি করে দণ্ডপলগুলি, সর্বস্বাস্ত নাহি করে পথপ্রাস্তে ধূলি । আমি যে রূপের পদ্মে করেছি আরূপ-মধু পান, দুঃখের বক্ষের মাঝে আনন্দের পেয়েছি সন্ধান, অনন্ত মেীনের বাণী শুনেছি অস্তরে, দেখেছি জ্যোতির পথ শূন্তময় আঁধার প্রাস্তরে নহি আমি বিধির বৃহৎ পরিহাস, অসীম ঐশ্বর্ব দিয়ে রচিত মহৎ সর্বনাশ । চাপাড় মালাল ১৭ ডিসেম্বর, ১৯২৪