পাতা:কিশোর কিশোরী - চিত্তরঞ্জন দাশ.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



তিনের কথা

সৈনিকের বধু তুমি সে কোন্‌ জনম?
ছিলে মোর বক্ষ ভ’রে! দেহ মন গড়া
অনলে বিদ্যুতে ফুলে! চোখে হোমশিখা!
চপলা চমকে বুকে! অঙ্গের লাবণি
কুসুম-স্তবক সম মধুর কোমল!
অকস্মাৎ রণভেরী উঠিল বাজিয়া!
শত্রুর কৃপাণ যবে লাগিল হৃদয়ে,
একবার ভয় হ’ল পাছে যত্নে রাখা,
চিত্ত মাঝে তব মূর্ত্তি ছিন্ন হ’য়ে যায়!
পরক্ষণে হাসিলাম; ফুরাল জনম |

৬০