পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতাঞ্জলি 2) وی b"> তারা তোমার নামে বাটের মাঝে মাস্থল লয় যে ধরি । দেখি শেষে ঘাটে এসে নাইকো পারের কড়ি । নাশ করে গো ধনে প্রাণে, সামান্য যা আছে আমার লয় তা অপহরি । অাজকে আমি চিনেছি সেই ছদ্মবেশী-দলে । তারাও আমায় চিনেছে হায় শক্তিবিহীন ব’লে । গোপন মূতি ছেড়েছে তাই, লজ্জা শরম আর কিছু নাই, দাড়িয়েছে আজ মাথা তুলে পথ অবরোধ করি । বোলপুর ২৯ জ্যৈষ্ঠ ১৩১৭ ৮২ এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ ; পাশে তোমার হবে কি আজ স্থান । দেখতে পাব অপূর্ব সেই মুখ, রইবে চেয়ে হৃদয় উৎসুক, বারে বারে চরণ ঘিরে ঘিরে ফিরবে আমার অশ্রদ্ভরা গান ? ኟ-››|¢