পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতাঞ্জলি 83 গান গেয়ে আনন্দমনে বাটিয়ে দে সব ধুলা । ঘত্ব করে দূর করে দে আবর্জনাগুলা । জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি ভরে— আসনটি তার সাজিয়ে দে ভাই, মনের মতো করে । দিনরজনী আছেন তিনি আমাদের এই ঘরে, সকালবেলায় তারি হাসি আলোক ঢেলে পড়ে । যেমনি ভোরে জেগে উঠে নয়ন মেলে চাই, খুশি হয়ে আছেন চেয়ে দেখতে মোরা পাই । র্তারি মুখের প্রসন্নতায় সমস্ত ঘর ভরে । সকালবেলায় তারি হাসি আলোক ঢেলে পড়ে । একলা তিনি বসে থাকেন আমাদের এই ঘরে আমরা যখন অন্ত কোথাও চলি কাজের তরে, দ্বারের কাছে তিনি মোদের এগিয়ে দিয়ে যান— মনের স্বথে ধাই রে পথে, আনন্দে গাই গান ।