পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতাঞ্জলি ভাই তুমি যে ভায়ের মাঝে প্রভূ, তাদের পানে তাকাই না ষে তবু, ভাইয়ের সাথে ভাগ ক’রে মোর ধন তোমার মুঠ কেন ভরি নে। ছুটে এসে সবার স্বথে দুখে দাড়াই নে তো তোমারি সম্মুখে, সঁপিয়ে প্রাণ ক্লাস্তিবিহীন কাজে প্রাণসাগরে বfাপিয়ে পড়ি নে । な〉 ○ তুমি যে কাজ করছ, আমায় সেই কাজে কি লাগাবে না । কাজের দিনে আমায় তুমি আপন হাতে জাগাবে না ? ভালোমন্দ ওঠাপড়ায় বিশ্বশালার ভাঙাগড়ায় তোমার পাশে দাড়িয়ে যেন তোমার সাথে হয় গো চেনা । ভেবেছিলেম বিজন ছায়ায় নাই যেখানে আনাগোনা, সন্ধ্যাবেলায় তোমায় আমায় সেথায় হবে জানাশোনা । অন্ধকারে একা এক সে দেখা যে স্বপ্ন দেখা, ডাকো তোমার হাটের মাঝে চলছে যেথায় বেচাকেনা ৷ ৬ আষাঢ় ১৩১৭ අළු