পাতা:কিশোর কিশোরী - চিত্তরঞ্জন দাশ.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তিনের কথা


আজো হেরিতেছি তাই সেই সে তোমারে
দিবালোক-মহিমায় নিশীথ আঁধারে।
সকল জীবন ভরি’ প্রত্যেক নিমেষে,
সকল কর্ম্মের মাঝে সব কর্ম্ম শেষে!

সেই সেই তরঙ্গিত পরাণ মূরতি
সকল চাঞ্চল্যভরা আচঞ্চল গতি!—
সকল লাবণ্য-গড়া রূপে ঢল ঢল,
পরাণ-তরঙ্গে সেই স্থির শতদল!

৩৮