পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(*૨૨ রবীন্দ্র-রচনাবলী নারীহৃদয়-যমুনাতীরে চিরদিনের সোহাগিনীরে চিরকালের শুনাও স্তবগান । বিনা কারণে জুলিয় ওঠে প্ৰাণ । নাই বা তার শুনিচু নাম, কতু তাহারে না দেখিলাম, কিসের ক্ষতি তায় । প্রিয়ারে তব যে নাহি জানে জানে সে তারে তোমার গানে আপন চেতনায় । ওগো আমার কবি, স্থদুর তব ফাগুন-রাতি রক্তে মোর উঠিল মাতি, চিত্তে মোর উঠিছে পল্পবি । জেনেছ যারে তাহারো মাঝে অজানা যেই সে-ই বিরাজে, আমি যে সেই অজানাদের দলে । তোমার মালা এল আমার গলে । বৃষ্টিভেজা যে ফুলহার শ্রাবণসাঝে তব প্রিয়ার বেণীটি ছিল ঘেরি, গন্ধ তারি স্বপ্নসম লাগিছে মনে, যেন সে মম বিগত জনমেরি । ওগো আমার কবি, জান না, তুমি মৃদ্ধ কী তানে আমারি এই লতাবিতানে শুনায়েছিলে করুণ ভৈরবী ।