পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীথিকা তোমারি বিহারবনে ছায়াৰীৰিকায় । ঘুচিল কর্মের দায়, । ক্লাস্ত হল লোকমুখে খ্যাতির আগ্রহ ; দুঃখ যত সয়েছি দুঃসহ তাপ তার করি আপগত মূর্তি তারে দিব নানামতে আপনার মনে মনে । কলকোলাহলশাস্ত জনশূন্ত তোমার প্রাঙ্গণে, যেখানে মিটেছে দ্বন্দ্ব মন্দ ও ভালোয়, তারার আলোয় সেখানে তোমার পাশে আমার আসন পাতা— - কর্মহীন আমি সেথা বন্ধহীন সৃষ্টির বিধাতা । ৩১ জুলাই-২ অগস্ট ১৯৩৫ শান্তিনিকেতন মাটি বাখারির বেড়া-দেওয়া ভূমি ; হেথা করি ঘোরাফেরা সারাক্ষণ আমি-দিয়ে ঘেরা বর্তমানে । মন জানে এ মাটি আমারি, যেমন এ শালতরুসারি বাধে নিজ তলবীথি শিকড়ের গভীর বিস্তারে দূর শতাব্দীর অধিকারে । হেথা কৃষ্ণচূড়াশাখে ঝরে শ্রাবণের বারি সে যেন আমারি— ভোরে ঘুমভাঙা আলো, রাত্রে তারাজালা অন্ধকার, যেন সে অামারি আপনার এ মাটির সীমাটুকু-মাঝে ।