পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ა%·ი রবীন্দ্র-রচনাবলী না বন্ধু, এ হঠাৎ মুখে মাসে, । ঢেউয়ের মুখে মোতির বিহুক যেন এ-সব কথা প্রতিদিনের নয় ; " ষে-তুমি নও প্রতিদিনের সেই তোমারে দিলাম যে-অঞ্জলি তোমার দেবীর প্রসাদ রবে তাহে । আমি কি নই সেই দেবীরই সহচরী, । ছিলাম না কি অচিন রহস্তে যখন কাছে প্রথম এসেছিলে । তোমায় বেড়া দিতে গিয়ে আমায় দিলেম সীমা । তবু মনে রেখে, . আমার মধ্যে আজো আছে চেনার অতীত কিছু। [ মংপু ] ১৩ জুন, ১৯৩৯ নারী স্বাতন্ত্র্যম্পর্ধায় মত্ত পুরুষেরে করিবারে বশ যে-আনন্দরস রূপ ধরেছিল রমণীতে, ' ধরণীর ধমনীতে তুলেছিল চাঞ্চল্যের দোল রক্তিম হিল্লোল, সেই আদি ধ্যানমূর্তিটিরে সন্ধান করিছে ফিরে ফিরে রূপকার মনে-মনে বিধাতার তপস্তার সংগোপনে । । পলাতক লাবণ্য তাহার র্যাধিবারে চেয়েছে সে আপন স্থটিতে