পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী به وی\ বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার ; কে দেয় আমার বীণার তারে এমন ঝংকার । নয়নে ঘুম নিল কেড়ে, উঠে বসি শয়ন ছেড়ে, মেলে মাখি চেয়ে থাকি পাই নে দেখা তার । গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে, জানি নে কোন বিপুল বাণী বাজে ব্যাকুল স্বরে। কোন বেদনায় বুঝি না রে হৃদয় ভরা অশ্রুভারে, পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার। ৪ বৈশাখ ১৩১৭ - や〉 সে যে পাশে এসে বসেছিল তবু জাগি নি। কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী । এসেছিল নীরব রাতে বীণাখানি ছিল হাতে, স্বপনমাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী । জেগে দেখি দখিন-হাওয়া পাগল করিয়া