পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sátూ রবীশ্র-রচনাবলী বত্তপিও-বোকায় বদ্ধ বাহু । * মনে পড়ে সেই দীনের ৱিক্ত ঘরে বাহুবিমুক্ত আলিঙ্গনের তরে । গিরির দুরাশী উড়িবারে ঘুরে মরে মেঘের আকারে দূর হতে ষারে পেয়েছি পাশে কাছের চেয়ে সে কাছেতে আসে । উতল সাগরের অধীর ক্ৰন্দন নীরব আকাশের মাগিছে চুম্বন । চাদ কহে, “শোন শুকতারা, রজনী ষখন হল সার। যাবার বেলায় কেন শেষে দেখা দিতে হায় এলি হেসে, অালো অাধারের মাকে এসে করিলি অামায় দিশে হার ।”