পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীথিকা סל צ তুমি এক, রিক্ত তব চিত্তাকাশে কোনো বিঘ্ন নাই ; সেথা পায় ঠাই পান্থ মেঘদল— লয়ে রবিরশ্মি লয়ে আশ্রজল ক্ষণিকের স্বপ্নস্বর্গ করিয়া রচনা অন্তসমূদ্রের পারে ভেসে তারা যায় অন্তমনা। চেয়ে দেখো, দোহে ধারা হোথা আছে কাছে-কাছে তবু যাহাদের মাঝে অন্তহীন বিচ্ছেদ বিরাজে— কুমুমিত এ বসন্ত, এ আকাশ, এই বন, খাচার মতন রুদ্ধদ্বার, নাহি কহে কথা— তারাও ওদের কাছে হারালো অপূর্ব অসীমতা। দুজনের জীবনের মিলিত অঞ্জলি, তাহারি শিথিল ফাকে দুজনের বিশ্ব পড়ে গলি। ৬ আষাঢ় ১৩৪০ যেতে যেতে যাহা-কিছু ফেলে রেখে গেছ মোর দ্বারে মূল্য তার হোক না যতই তাহে মোর দেনা পরিশোধ কখনো হবে না। দেব বলে যাহা কন্তু দেওয়া নাহি যায়, চেয়ে যাহা কেহ নাহি পায়,