পাতা:মুক্তি-পথে - গোপীপদ চট্টোপাধ্যায়.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o মুক্তি-পথে দিলীপ— "আমার এ প্রেম নয়তো ভীরু নয় ত হীনবল, শুধু কি এ ব্যাকুল হয়ে ফেলবে অশ্রজল ?” ঐ দেখ, আমি কবির চোখে দেখতে পাচ্ছি—আমার বন্ধু— Philosophyর M. A.—নীরবে অশ্রু মোচন কৰ্ছে । এস, এস, বন্ধু ! [ প্রস্থানোদ্যত। এমন সময় প্রকাশ বাবু সেই পথ দিয়া প্রবেশ করিলেন। প্রকাশ বাবু দিলীপকুমারকে আলিঙ্গনপাশে আবদ্ধ করিয়া তাহার গতি রোধ করিলেন । ] প্রকাশ–ভাবে ঢুলু ঢুলু আঁখি, প্রেম-গদগদ কণ্ঠে কোথায় চলেছ ভাই চণ্ডীদাস ? সমিতির তাজ এ দুরবস্থা কেন ? আর বুঝি তেমন মক্কেল টক্কেল জুটছে না ? দিলীপ— “গান দিয়ে কি তোমায় খুজি বাহির মনে চির দিবস মোর জীবনে”— তুমি জান কি প্রকাশ বাবু, আজ আমার সাধনার সিদ্ধি হয়েছে ! crē Philosophyā M. A gyɛ fa strifÈM cą বুকভরা আশা নিয়ে, প্রাণভর আনন্দ নিয়ে, কিন্তু তুচ্ছ চাদার অভাবে যার কবিতার উৎস প্রকাশ পায় নাই—আজ তার সন্ধান পেয়েছি। সে আজ ব্যবসায়ী। কবিতা-লক্ষ্মী তার দিকে মুখ তুলে চেয়েছেন। নৃত্য আর গীতই তাকে মানুষ করেছে। প্রকাশ–নিশ্চয়ই, নিশ্চয়ই ! সে বিষয়ে আর সন্দেহ কি ? এই সারা বছর ধরে দুপুর বেলা, খ খ করছে রৌত্রের মধ্যে, মহা আনন্দে,