পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ ब्रदौथ-बंछनांबजौ তার পরে যেয়ে তুমি চলে ঝরা পাতা ক্রতপদে দলে, নীড়ে-ফেরা পাখি যবে অক্ষুট কাকলিয়বে দিনাস্তেরে ক্ষুব্ধ করি তোলে । বেণুবনচ্ছায়াঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গোধূলির বঁাশরির সর্বশেষ স্বরে। রাত্রি যবে হবে অন্ধকার বাতায়নে বসিয়ো তোমার । সব ছেড়ে যাব, প্রিয়ে, স্বমুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর । ফেলে দিয়ে ভোরে-গাথা মান মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী । বুয়েনোস এয়ারিস ২১ নভেম্বর, ১৯২৪ বিপাশা মায়ামৃগী, নাই বা তুমি পড়লে প্রেমের ফণদে ফাগুন-রাতে চোরা মেঘে নাই হরিল চাদে । বাধন-কাটা ভাবনা তোমার হাওয়ায় পাখা মেলে, দেহমনে চঞ্চলতার নিত্য যে ঢেউ খেলে ।