পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী ছোটো পত্রপুটে তার নীলিমা করেছে ভরপুর, দিগন্তের শৈলতটে অরণ্যের স্বর বাজে তাহে, সেই দূর আকাশের বাণী এনেছে আমার চিত্তে তোমার নির্বাক্ মুখখানি । ২৯ জুলাই ১৯৩২ পোড়োবাড়ি সেদিন তোমার মোহ লেগে আনন্দের বেদনায় চিত্ত ছিল জেগে ; প্রতিদিন প্রভাতে পড়িত মনে, তুমি আছ এ ভুবনে । পুকুরে বাধানো ঘাটে স্নিগ্ধ অশথের মূলে বসে আছ এলোচুলে, আলোছায়া পড়েছে আঁচলে তব— প্রতিদিন মোর কাছে এ যেন সংবাদ অভিনব । তোমার শয়নঘরে ফুলদানি, সকালে দিতাম আনি নাগকেশরের পুষ্পভার অলক্ষ্যে তোমার । প্রতিদিন দেখা হত, তবু কোনো ছলে চিঠি রেখে আসিতাম বালিশের তলে । সেদিনের আকাশেতে তোমার নয়ন দুটি কালো আলোরে করিত আরো আলো । সেদিনের বাতাসেতে তোমার স্বগন্ধ কেশপাশ নন্দনের আনিত নিশ্বাস । অনেক বৎসর গেল, দিন গণি নহে তার মাপ— তারে জীর্ণ করিয়াছে ব্যর্থতার তীব্র পরিতাপ ।