পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীথিক হাসিকান্নার নিত্য ভাসান-খেলা বহিয়া চলেছে বিধাতার অবহেলা । নহে সে কৃপণ, রাখিতে যতন নাই, খেলাপথে তার বিল্প জমে না তাই । মানো সেই লীলা, যাহা যায় যাহা আসে পথ ছাড়ো তারে অকাতরে অনায়াসে । আছে তবু নাই, তাই নাহি তার ভার ; ছেড়ে যেতে হবে, তাই তো মূল্য তার । স্বৰ্গ হইতে যে স্বধা নিত্য ঝরে সে শুধু পথের, নহে সে ঘরের তরে। তুমি ভরি লবে ক্ষণিকের অঞ্জলি, শ্রোতের প্রবাহ চিরদিন যাবে চলি । ২৬ সেপ্টেম্বর ১৯৩৪ রূপকার ওরা কি কিছু বোঝে যাহারা আনাগোনার পথে ফেরে কত কী খোজে ? হেলায় ওরা দেখিয়া যায় এসে বাহির দ্বারে ; জীবনপ্রতিমারে জীবন দিয়ে গড়িছে গুণী, স্বপন দিয়ে নহে । ওরা তো কথা কহে, সে-সব কথা মূল্যবান জানি, তবু সে নহে বাণী । রাতের পরে কেটেছে দুখরাত, দিনের পরে দিন, দারুণ তাপে করেছে তন্থ ক্ষীণ ।