পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९९ রবীন্দ্র-রচনাবলী । সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না। নাহয় আমার নাই সাধনা, ঝরলে তোমার কৃপার কণা তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না । বোলপুর ১১ ভাদ্র ১৩১৬। রাত্রি ૨ 8 যদি তোমার দেখা না পাই প্রভূ, এবার এ জীবনে তবে তোমায় আমি পাই নি যেন সে কথা রয় মনে । যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে । এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দু হাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাই নি যেন সে কথা রয় মনে । যেন ভুলে না যাই, বেদন পাই শয়নে স্বপনে । যদি আলসভরে আমি বসি পথের পরে,