পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীথিক যে পতাকা উধ্ব-পানে তুলেছিলে নিরলস, বলে কে জানিত, তাহা নিরস্তর যুদ্ধের পতাকা, সৌম্যকাস্তি-দিয়ে-ঢাকা । কে জানিত, আজ আমি এ-জন্মের জীবন মস্থিয়া ষে বাণী উদ্ধার করি চলেছি গ্রন্থিয়া দিনে দিনে আমার আয়ুতে সে যুগের বসন্তবায়ুতে প্রথম নীরব মন্ত্র তারি ভাষাহারা মর্মরেতে দিয়েছ বিস্তারি তুমি, বনস্পতি, মোর জ্যোতিবন্দনায় জন্মপূর্ব প্রথম প্ৰণতি । ২৬ চৈত্র ১৩৩৯ কবি এতদিনে বুঝিলাম, এ হৃদয় মরু না, ঋতুপতি তার প্রতি আজো করে করুণা। মাঘ মাসে শুরু হল অমুকুল করদান, অন্তরে কোন মায়ামন্তরে বরদান । ফানে কুস্থমিত কী মাধুরী তরুণ, পলাশীথিকা কার অনুরাগে অরুণা। নীরবে করবী যবে আশা দিল হতাশে ভুলেও তোলে নি মোর বয়সের কথা সে । ওই দেখো অশোকের শুামঘন আঙিনায় কৃপণতা কিছু নাই কুস্কমের রাডিমায়। সৌরভগরবিনী তারামণি লতা সে আমার ললাট-’পরে কেন অবনতা সে । لاوجُه