পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী যেন সময় এসেছে আজ, ফুরালো মোর যা ছিল কাজ— বাতাস আসে হে মহারাজ, তোমার গন্ধ মেখে | و لا ان لا تخ۲ و لا ○○ এসো হে এসো, সজল ঘন, বাদলবরিষনে— বিপুল তব শু্যামল স্নেহে এসে হে এ জীবনে । এসো হে গিরিশিখর চুমি, ছায়ায় ঘিরি কাননভূমি— গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে । ব্যথিয়ে উঠে নীপের বন পুলকভরা ফুলে । উছলি উঠে কলরোদন নদীর কূলে কৃলে । এসো হে এসে হৃদয়ভরা, এসো হে এসে পিপাসা-হরা, এসো হে আঁখি-শীতল-করণ ঘনায়ে এসো মনে । ○やり পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে, খসে যাবার ভেসে যাবার ভাঙবারই আনন্দে রে ।