পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতালি না রে, তোদের রইতে দেব না রে দিবানিশি ধূলাখেলায় খেলাঘরের স্বারে । চলতে হবে অাশার গানে প্রভাত-আলোর উদয়-পানে, নিমেষতরে পাবি নেকে। বসতে পথের ধারে । না রে, তোদের থামতে দেব না রে— কানাকানি করতে কেবল কোণের ঘরের দ্বারে । ওই যে নীরব বজ্রবাণী আগুন বুকে দিচ্ছে হানি – সইতে হবে, বইতে হবে, মানতে হবে তারে । স্বরুল ২৮ ভাদ্র [১৩২১] অপরাহ 8 o মনকে হোথায় বসিয়ে রাথিস নে । তোর ফাটল-ধরা ভাঙা ঘরে ধুলার পরে পড়ে থাকিস নে । ওরে অবশ, ওরে খেপা, মাটির পরে ফেলবি রে পা, তারে নিয়ে গায়ে মাথিস নে । ওই প্রদীপ আর জালিয়ে রাখিস নে— রাত্রি যে তোর ভোর হয়েছে, স্বপন নিয়ে পড়ে থাকিস নে । 는 8C: